মার্কেটিং পলিসি

ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির মার্কেটিং ভাবনা-


১) রিটেইল/প্রফিট- ১৫% +-  MRP থেকে।

২) রেফারেন্স কমিশন- ২০% মোট ইউনিট এর উপরে।

৩) বিসনেজ ডেভেলপমেন্ট বোনাস- ২০% মোট ইউনিট এর উপরে। 

★ ১ম জেনারেশন থেকে ১০ম জেনারেশন- 1×10=10%

★ ১১তম জেনারেশন থেকে ৩০তম জেনারেশন- 0.5×20= 10%

৪) র‍্যাংক/বোনাস পদবি: ৫%

★ মার্কেটিং অফিসার- ১৬০০০ ইউনিট, বোনাস- ব্যাগ অথবা ১০০০ টাকা।

★ সিনিয়র মার্কেটিং অফিসার- ৫০০০০ ইউনিট, বোনাস- রাইস কুকার অথবা ২০০০ টাকা। 

★ এসিস্ট্যান্ট ম্যানেজার ২/১- রয়েলিটি- ৩০%, বোনাস- নগদ ১০০০০ টাকা।

★ ম্যানেজার ২/১- রয়েলিটি ২৫%, বোনাস- নগদ ২৫০০০ টাকা।

★ এক্সিকিউটিভ ২/১- রয়েলিটি ২০%,বোনাস- নগদ ৫০০০০ টাকা।

★ সিনিয়র এক্সিকিউটিভ ২/১- রয়েলিটি-১৫%, বোনাস- পবিত্র ওমরা হজ্ব অথবা দেড় লক্ষ টাকা।

★ এক্সিকিউটিভ ডিরেক্টর ২/১- রয়েলিটি- ১০%, 

বোনাস- বড় হজ্ব অথবা নগদ ৫ লক্ষ টাকা।

৫) কো-ফাউন্ডার কমিশন- ৫% (১০০ জন)

৬) ডিলার সুবিধা-

★ ৫% কম MRP থেকে।

★ ১০% ডিলার রয়েলিটি ইউনিট এর উপরে।

৭) মাসিক অনারিয়াম: ৫%

★ এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর- ৪০%

★কো-অর্ডিনেটর- ৩০%

★ চিফ কো-অর্ডিনেটর- ২০%

★ কো-অর্ডিনেটর ডিরেক্টর- ১০%

বিস্তারিত সুবিধা সমূহঃ

★ যে কোন মূল্যের যে কোন পণ্য ক্রয় করলেই যে কোন ব্যক্তি সরাসরি উদ্যোক্তা গ্রাহক হওয়ার সুযোগ রয়েছে। 

★ নিবন্ধিত উদ্যোক্তা গ্রাহক সরাসরি MRP থেকে ১৫%+- ডিসকাউন্টে আজীবন পণ্য ক্রয় করার সুযোগ পাবেন।

★ আমাদের কোন উদ্যোক্তা গ্রাহক যে কোন পণ্য মানুষের দোড় গোড়ায় পৌঁছাতে এবং নতুন গ্রাহকের কাছে পণ্য বিক্রয় করলে উক্ত বিক্রিয়কৃত অর্থের লভ্যাংশের ২০% কমিশন প্রদান করা হবে উক্ত নিয়মিত উদ্যোক্তা গ্রাহককে। 

★ একজন উদ্যোক্তা গ্রাহক আজীবন নির্দিষ্ট ছাড়ে পণ্য ক্রয় করার সুযোগ পাচ্ছেন এবং অন্যত্র পণ্য বিক্রয় করলে বিভিন্ন বোনাস/কমিশন পাবেন শতভাগ নিশ্চয়তার সাথে।

★ কোন উদ্যোক্তা গ্রাহকের অকাল মৃত্যুতে উক্ত সম্মানিত গ্রাহকের পাওনাকৃত টাকা তার নমনির মাধ্যমে উত্তোলন করার সুযোগসহ উক্ত ব্যক্তির অবর্তমানে নমনি চাইলে আজীবন ফেভারিট এর পণ্য ক্রয় বিক্রয়ের সুবিধা ভোগ করতে পারেন। আজীবন মুনাফা ভোগ করতে পারবেন নমিন নিজেও। 

★ দেশব্যাপী পণ্য বৃহৎ আকারে বিক্রয়ের মাত্রা বাড়াতে উদ্যোক্তা গ্রাহক কোম্পানির প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রত্যেকেই আকর্ষণীয় বোনাসের আওতায় অন্তর্ভুক্ত হবেন। প্রথম গ্রাহক থেকে দশম গ্রাহক পর্যন্ত মোট ইউনিট সেলের ১০% এবং ১১তম গ্রাহক থেকে ৩০ তম গ্রাহক পর্যন্ত ০.৫%  হারে ১০% এভাবে মোট ২০% বোনাস পাবেন।


★★বর্তমান বোনাস অফার★★

★ বিভিন্ন পদে নিযুক্ত অফিসারগণের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য বিক্রয় করলে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।

★ এসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার- ১৬ হাজার ইউনিটের পণ্য বিক্রয় করলে একটি আকর্ষণীয় ব্যাগ অথবা নগদ ১০০০ টাকা পুরুষ্কার পাবেন তাৎক্ষণিক ভাবে।

★ মার্কেটিং অফিসার- ৫০ হাজার ইউনিটের পণ্য বিক্রয় করলে একটি রাইসকুকার অথবা নগদ ২০০০ টাকা পুরুষ্কার পাবেন তাৎক্ষণিক ভাবে। 

★ এসিস্ট্যান্ট ম্যানেজার- দেড় লক্ষ ইউনিটের পন্য বিক্রয় করলে নগদ ১০ হাজার টাকা বোনাস পাবেন। 

★ ম্যানেজার- ৪৫০০০০ ইউনিটের পণ্য বিক্রয় করলে ২৫ হাজার টাকা বোনাস পাবেন।

★ এক্সিকিউটিভ-১৫০০০০০ ইউনিটের পণ্য বিক্রয় করলে নগদ ৫০ হাজার টাকা বোনাস পাবেন। 

★ সিনিয়র এক্সিকিউটিভ- ৩৫ লক্ষ ইউনিটের পন্য বিক্রয় করলে পবিত্র ওমরা হজ্ব অথবা নগদ দেড় লক্ষ টাকা বোনাস পাবেন। 

★ এক্সিকিউটিভ ডিরেক্টর- এক কোটি ইউনিটের পণ্য বিক্রয় করলে বড় হজ্ব অথবা নগদ ৫ লক্ষ টাকা বোনাস পাবেন। 

★★ মাসিক বিক্রয়ের উপর ভিত্তি করে উক্ত লভ্যাংশের ৫% থেকে এসিস্ট্যান্ট ম্যানেজার-৩০%, ম্যানেজার-২৫%, এক্সিকিউটিভ- ২০%, সিনিয়র এক্সিকিউটিভ-১৫% এবং এক্সিকিউটিভ ডিরেক্টর- ১০% প্রতি মাসে সম্মানিভাতা পাবেন। তবে যতদিন স্ব স্ব পদে অবস্থান করবেন ততদিন এই সুবিধা পাবেন উক্ত পদে থেকে।

★★ প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় পৌঁছাতে এবং প্রসারিত করতে ১০০ জন কো-ফাউন্ডার নেওয়া হবে। উক্ত সম্মানিত সকল কো-ফাউন্ডারদের সম্মানি হিসাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে লভ্যাংশের ৫% অর্থ সমহারে বন্ঠন করা হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে গোল্ডেন কার্ড (পরিচয় পত্র) প্রদান করা হবে। দেশ বিদেশে ভ্রমণের সুযোগ রয়েছে সহজ শর্তে। 


★★ ডিলারদের সুবিধা সমূহঃ

★ আজীবন MRP থেকে অতিরিক্ত ৫% কমে পণ্য ক্রয় করার সুযোগ পাবেন।

★ ১০% ডিলার রয়েলিটি পাবেন ইউনিটের উপরে।


★★ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চারটি পদে মাসিক সম্মানিভাতা প্রদান করা হবে। লভ্যাংশের অংশ থেকে ৫% বন্ঠন করা হবে।

★এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর-৪০%

★কো-অর্ডিনেটর- ৩০%

★ চিফ কো-অর্ডিনেটর- ২০%

★ কো-অর্ডিনেটর ডিরেক্টর- ১০%


★★অত্র প্রতিষ্ঠান কর্তৃক নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে কিংবা পণ্য বিক্রয়ে কোন প্রতিনিধি অথবা কোন উদ্যোক্তা গ্রাহক সক্ষম হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধাসহ দেশ বিদেশে ভ্রমণের সুবর্ণ সুযোগ রয়েছে। এছাড়াও পবিত্র ওমরা হজ্ব ও বড় হজ্বসহ নানাবিধ সুবিধা নিশ্চিত করা হবে।

★★ বিভিন্ন সেমিনার ও অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জনকারী প্রতিনিধিকে আনুষ্ঠানিক ভাবে সম্মানিত করা এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হবে। 


★★ ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির একটি বড় স্বপ্ন রয়েছে- ফেভারিট পরিবারের প্রতিটি সদস্যদের জন্যে কোম্পানি কর্তৃপক্ষ যে স্বপ্নটি প্রতিনিয়ত দেখছে। তা হলো- ফেভারিট পরিবারের সকল সদস্যদের  ভবিষ্যতের কথা চিন্তা করে অত্যাধুনিক মানসম্মত ফেভারিট পল্লি কমপ্লেক্স নির্মাণ করা। যেখানে বিশ্বমানের আবাসস্থল, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল, বাজার থাকবে। সেই সাথে আমাদের শেষ ঠিকানা কবরস্থান থাকবে।


★ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও মহৎ উদ্দেশ্য:

* কর্ম সংস্থান সৃষ্টি ও বেকারত্ব মোচন করা।

* স্বাস্থ্যকর ও মানসম্মত পন্য নিশ্চিত রাখা ।

* দারিদ্র বিমোচনে দেশের যথার্থ ভূমিকা রাখা ।

* অত্র কোম্পানীর সহিত সংশিষ্ট সম্মানীত পরিবেশক এবং ডিপোগণদের মূলধন ১০০% সচল রাখা।

* সুষ্ঠু ও সঠিক গাইডলাইনের মাধ্যমে মার্কেট পরিচালনা করা।

* উৎপাদিত সকল পন্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা।

* পরিবেশক ও ডিপোগণদের সঠিক পরামর্শ গ্রহন ও প্রদান এবং প্রতিশ্রুতি ১০০% নিশ্চিত রাখা।


★★ "ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল" একটি বিশ্বস্ত এবং উদ্ভাবনী ফুড, কসমেটিকস, কনজুমার এবং টয়লেট্রিজ প্রোডাক্ট কোম্পানি, যা বিভিন্ন

উচ্চমানের পণ্য এবং সেবা প্রদান করে শিল্পের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। পণ্যের গুণগত মান এবং গ্রাহক সন্তুষ্টির উপর

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা গ্রাহকদের হাতের নাগালে সেরা পণ্য পৌঁছে দিতে সর্বদা সচেষ্ট।

★ আমাদের মিশন:

আমাদের মিশন হলো বিশ্বমানের পণ্য এবং সেবা প্রদান করা যা মানুষের জীবনকে আরও সহজ এবং উন্নত করবে। পাশাপাশি দেশের বেকার সমস্যা সমাধানের জন্য ব্যাপক কমসংস্থান তৈরি এবং জাতীয় আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করা। আমরা বিশ্বাস করি যে আমাদের উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রম আমাদের গ্রাহকদের জন্য উচ্চতর মানের সমাধান নিয়ে আসতে সক্ষম হবে।

★ আমাদের ভিশনঃ

"ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল" এর ভিশন হলো গুণগতমানের পণ্য এবং সেবা প্রদানের মাধ্যমে শিল্পের শীর্ষে অবস্থান করা এবং প্রতিনিয়ত উদ্ভাবনের পথে এগিয়ে যাওয়া। আমরা একটি এমন ভবিষ্যৎ গড়ার

লক্ষ্যে কাজ করি, যেখানে টেকসই উন্নয়ন এবং গ্রাহক সন্তুষ্টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

★★ আমাদের মূল্যবোধ★★

★পরিবার:

ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল শুধুমাত্র একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়: এটি একটি পরিবার। আমাদের সাথে জড়িত সকল কর্মকর্তা, কর্মচারি, গ্রাহক শুভানুধ্যায়ী, কলাকুশালী সকলকেই আমরা আমাদের

পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করি।

★ আমাদের প্রতিশ্রুতি:

আমরা সবসময় আমাদের গ্রাহক, অংশীদার এবং সমাজের প্রতি দায়বদ্ধ। আমাদের প্রতিশ্রুতি হলো সর্বোচ্চ মানের পণ্য এবং সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করা এবং ব্যবসায়িক নৈতিকতা

বজায় রাখা।

★ গুণগত মানের নিশ্চয়তা:

আমরা সর্বদা উচ্চমানসম্পন্ন পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিটি পণ্য কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রস্তুত করা হয়। আমরা বিশ্বমানের পণ্য তৈরি এবং সরবরাহ করতে চাই, যা স্থানীয়

এবং আন্তর্জাতিক বাজারে আমাদের ব্র্যান্ডকে শক্তিশালী করবে।

★ গ্রাহক সন্তুষ্টিঃ

আমরা আমাদের গ্রাহকদের চাহিদা বুঝে তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করি। গ্রাহকের সন্তুষ্টিই আমাদের সাফল্যের মাপকাঠি।

★ সততা ও নৈতিকতা:

আমরা ব্যবসায়িক নৈতিকতা বজায় রেখে কাজ করি। আমাদের প্রতিটি কার্যক্রমে সততা, স্বচ্ছতা, জবাব দিহিতা এবং দায়িত্বশীলতা প্রতিফলিত হয়।

★ নতুনত্ব ও উদ্ভাবন:

আমরা প্রতিনিয়ত নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে আমাদের পণ্য ও সেবা উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নতুনত্ব আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার মূল মন্ত্র।

★ পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্ব:

আমরা পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করি এবং আমাদের সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবেশ বান্ধব এবং টেকসই উন্নয়ন আমাদের অন্যতম লক্ষ্য।


ধন্যবাদান্তে 

ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল পরিবার 

গাজীপুর।

All categories
Flash Sale
Todays Deal