কো-ফাউন্ডার পলিসি

কো-ফাউন্ডার পলিসি


ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির কো-ফাউন্ডার হতে আগ্রহী ব্যক্তিদ্বয়ের প্রতি আমাদের নসিহত---


আস্‌সালামু আলাইকুম,

ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির ঘোষণামতে বিনিয়োগ ক্যাম্পেইন শুরু হয়েছে। বিনিয়োগ করে হালাল পন্থায় যারা মুনাফা অর্জন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 


আমাদের ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে বর্তমানে কসমেটিকস এবং টয়লেট্রিজ পন্য উৎপাদন, মোড়কজাতকরণ এবং বাজারজাত করার মাধ্যমে ব্যবসা পরিচালিত হচ্ছে। এর মধ্যে বিভিন্ন উপায়ে বিনিয়োগের জন্য সুযোগ রয়েছে। আমাদের বিজনেস সংক্রান্ত আরও ডিটেইলস জানতে চাইলে আমাদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমেও সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আমাদের অফিস এবং কারখানা ভিজিটের সুযোগ রয়েছে। 


যারা ইসলামি শরীয়াহ সম্মতভাবে বিনিয়োগ করতে রাজি আছেন শুধু তাদেরকেই যোগাযোগ করার অনুরোধ রইলো। আমাদের চুক্তিতে লাভ-লস যা হবে সেটা মেনে নেয়ার শর্তে রাজি থাকতে হবে। ইসলামি শরীয়াতে বিনিয়োগকারীর লাভ লসকেই প্রকৃত শরীয়াহ বলে। তাই লস হতে পারে সেইভাবে মানসিক প্রস্তুতি থাকতে হবে। 

কো- ফাউন্ডার হতে আগ্রহী ব্যক্তিদ্বয়ের সুবিধা সমূহঃ

★বিনিয়োগকারীর টাকা দিয়ে আমাদের যেই পরিমান লাভ হবে তার ৫% বিনিয়োগকারীরা পাবেন।  

★ প্রতিষ্ঠান এর কাজে দেশে বিদেশে যাওয়ার সুযোগ পাবেন কো - ফাউন্ডারবৃন্দ। চক্রাকারে এবং শর্তানুযায়ী। 

★ কো-ফাউন্ডারদের বিশেষ সম্মাননা এবং বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত থাকবেন উক্ত পদে আসীন থাকা অবস্থায়। 

★ সকল কো-ফাউন্ডারকে কোম্পানি কর্তৃক গোল্ডেন কার্ড (পরিচয় পত্র) প্রদান করা হবে।

★ প্রতি মাসের ১০ তারিখ লভ্যাংশের ৫% টাকা সমহারে সুষম বণ্টন করা হবে।

★ কোম্পানির বিভিন্ন আলোচনা সভা, মিটিং, সেমিনার কিংবা যে কোন অনুষ্ঠানে অতিথি হিসেবে সম্মানিত করা হবে।

★ সকল কো-ফাউন্ডারদের নিয়ে প্রতি মাসে একদিন মিটিং করা হবে। 

★ অতি মুনাফা, নির্দিষ্ট সময়ে ডাবলের নিশ্চয়তা, অবাস্তব বা আকাশচুম্বি লাভের চিন্তা যারা করেন তাদের আমাদের সাথে যোগাযোগ করা প্রয়োজন নেই। 

★ বিনিয়োগকৃত টাকার সিকিউরিটি হিসেবে স্ট্যাম্প চুক্তি করা হবে। 

★ কেউ কেউ মনে করতে পারেন এটা অনলাইন ব্যবসা, আমাদের এটা অনলাইন ব্যবসা না, আমাদের নিজেস্ব অফিস, কারখানা, স্টোর ইত্যাদি সব দৃশ্যমান। অনলাইন আমাদের সরাসরি সেলের ক্ষেত্রে সহায়ক শুধুমাত্র, আমাদের সকল কার্যক্রম সরাসরি পরিচালিত হয়। বিনিয়োগকারীকেও সরাসরি আমাদের এখানে উপস্থিত হয়ে চুক্তি সম্পাদন করতে হবে।

★ বিনিয়োগ কারীদের হয়ে আমরা সব থেকে বেশী যেসকল প্রশ্নগুলো করা দরকার তারই পরিপ্রেক্ষিতে উপরের লিখার মধ্যে প্রায় সব উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। এর পরেও যদি কোন প্রশ্ন থাকে কারো তাহলে সরাসরি অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করে প্রশ্নের উত্তর নিতে সকলের প্রতি অনুরোধ রইলো। তবে অবশ্যই আগে বিস্তারিত পড়বেন তারপর আগ্রহী হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। 


কো-ফাউন্ডার নেওয়ার প্রয়োজনীয়তাঃ

আলহামদুলিল্লাহ আমরা ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানি অক্লান্ত পরিশ্রম এর সুফল এখন অনেকটাই দৃশ্যমান। আমাদের প্রোডাক্ট লাইনে অলরেডি ১৭টি প্রোডাক্ট বাজারজাত হচ্ছে। আমাদের পরবর্তী বিজনেস গ্রোথ ও নতুন নতুন প্রোডাক্টলাইনের জন্য আমরা কো-ফাউন্ডার নেয়ার প্লান ও প্রয়োজনীয়তা মনে করেছি।


কো-ফাউন্ডার পলিসি-

১ম থেকে ১০ জন- ৫ লক্ষ টাকা।


বর্তমান প্রডাক্টসমূহঃ 

ফেভারিট সিনথেটিক লন্ড্রি ডিটারজেন্ট পাউডার ,

ডিশওয়াশ পেষ্ট, ডিশ ওয়াশ লিকুইড, শ্যাম্পু, বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ,ফেইস ওয়াশ, বুষ্টার বাম, ব্লু, গ্লাস ক্লিনার, ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার ইত্যাদি। 


আপকামিং প্রডাক্টসমূহঃ

কনজুমার, কসমেটিকস ও টয়লেট্রিজ আইটেমের বিভিন্ন পদের পণ্য। প্রায় ১০০ আইটেমের পণ্য। 


যারা ইনভেস্ট করে হালাল ভাবে ইনকাম পেতে চান। নিশ্চিন্তমনে ইনভেস্ট করতে পারেন। সারা দেশে আমাদের পণ্য বিস্তৃত করতে এবং প্রসার ঘটাতে আমাদের অর্থের প্রয়োজনীয়তা থাকায় এই উদ্যোগ গ্রহণ করা। (হালাল ভাবে ব্যবসার সুফল সারা দেশে ছড়িয়ে দিতে এবং প্রসারিত করতে ইনভেস্ট করতে পারেন আপনিও)। আপনার শ্রমে জমানো মূলধন বিনিয়োগ করতে পারেন, আমাদের এই ব্যবসায়।


নতুন ব্যবসা স্থাপন কিংবা অন্য ব্যবসায় বিনিয়োগ করতে চাচ্ছেন? নিশ্চিত লাভের ব্যবসা খুঁজছেন? তাহলে ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল হতে পারে আপনার কাঙ্খিত গন্তব্যস্থল। ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল এ ইনভেস্ট করে আপনি সরাসরি আমাদের চলমান ব্যবসার অংশীদার হয়ে যেতে পারবেন। বাংলাদেশের সর্বত্রই ব্যবসা প্রসারের লক্ষ্যে এবং ব্যপক ভাবে টয়লেট্রিজ পণ্য জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। 


আপনাকে ব্যবসায়িক কাজের কোনো দুঃশ্চিন্তাও নিতে হবেনা। সময়মতো নিজের লভ্যাংশ বুঝে নিতে পারবেন।


বর্তমান পরিস্থিতে নতুন ব্যবসা স্থাপনের চেয়ে নিশ্চিত লাভের ব্যবসায় বিনিয়োগ করাই শ্রেয়। ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল এ বিনিয়োগে পাচ্ছেন ‘ঘুমন্ত অংশীদার’ এর সুবিধা। মানে একবার বিনিয়োগ করুন আর পরবর্তীতে ব্যবসা সম্পর্কিত কোনো ঝামেলার সম্মুখীন না হয়েই নির্দিষ্ট সময় পর পর গুনুন লাভের টাকা।


আপনার সম্পদকে আমরা নিরাপদে ব্যবসায় কাজে লাগিয়ে আমরা আপনাকে মুনাফার অংশ দিতে বদ্ধ পরিকর।


ইসলামে সুদকে একটি ইনসাফ বিবর্জিত পন্থা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কেননা, এর ফলাফল ঋণদাতা ও ঋণগ্রহীতা উভয়ের মধ্যে বৈষম্য ও বে-ইনসাফীর আকারে প্রকাশ পায়। ইসলামে যেহেতু সুদ হারাম, সেহতেু একে কোন ধরনের ফাইন্যান্সিং এর জন্য ব্যবহার করা সমীচীন নয়। এজন্য ইসলামী মূলনীতিভিত্তিক অর্থ ব্যবস্থায় “মুশারাকা” সময়ের দাবী পূরণে ভূমিকা পালন করতে সক্ষম।


মুশারাকা মূলত আরবী শব্দ। যার আভিধানিক অর্থ শরীক বা অংশীদার হওয়া। ব্যবসা-বানিজ্যের পরিভাষায় মুশারাকা বলতে এমন এক যৌথ ব্যবসাকে বুঝায়, যা ব্যবসায় সকল অংশীদার যৌথভাবে লাভ-লোকসানে শরীক থাকে। মুশারাকা বা অংশীদারি ব্যবসা সুদভিত্তিক অর্থায়নের একটি আদর্শিক বিকল্প ব্যবস্থা। ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির রয়েছে একটি বিনিয়োগ তহবিল, যা ইসলামী শরিয়াহ্ ভিত্তিক ব্যবসা পদ্ধতি “মুশারাকা” এর নীতি অনুযায়ী আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে মূলধন সংগ্রহ করে থাকে। আমরা প্রাথমিক পর্যায় থেকে ক্রমান্বয়ে আমাদের উৎপাদন, বিক্রয়  এবং মূলধন ব্যবস্থার সুষ্ঠ সমন্বয়ের দ্বারা আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি আলহামদুলিল্লাহ্।


“মুশারাকা” প্রস্তাবনায় আগ্রহ প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের মূল লক্ষ্য সুদভিত্তিক ব্যবসার বিপরীতে শতভাগ হালাল বিনিয়োগ এর মাধ্যমে ব্যবসায়িক মুনাফা অর্জন। এই লক্ষ্য বাস্তবায়নে আপনাকে পেয়ে আমরা গর্বিত।


মহান রব যেন আমাদের সকলকে হালাল উপার্জনের তাওফিক এবং রিজিকে বারাকাহ দান করেন। আমিন!

”হালাল ভাবে ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী হলে নিচের ফরমটি পূরণ করুন”


নাম (বাংলায়):

নাম (ইংরেজি):

পিতার নামঃ

মাতার নামঃ

স্থায়ী ঠিকানাঃ

বর্তমান ঠিকানাঃ

পেশাঃ

মোবাইল নাম্বারঃ

বিনিয়োগকৃত অর্থের পরিমাণঃ

মেয়াদকাল-

নমনির নাম-

নমনির সাথে সম্পর্ক-

নমনির ঠিকানা-

নমনির মোবাইল নাম্বার-


বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুণ:

ব্যবস্থাপনা পরিচালক, 

ফেভারিট ট্রেড ইন্টারন্যাশনাল, 

বাসন, গাজীপুর, বাংলাদেশ। 

হোয়াটসঅ্যাপ: +8801777282777

মোবাইল: +8801927282806

All categories
Flash Sale
Todays Deal